ভোমরা স্থলবন্দরে পাঁচ দিন বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রম

Looks like you've blocked notifications!
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ছবি : এনটিভি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচ দিন বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রম। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত স্থলবন্দরটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। দুদেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে, চালু থাকবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, পূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ছাড়া আজ সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এর ফলে, আজ থেকে টানা পাঁচ দিন এই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর (বুধবার) থেকে যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন বলেন, স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।