পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লিটনের

Looks like you've blocked notifications!
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন। ছবি : এনটিভি

ধর্ষণ মামলা হওয়ার পরই পাড়ি জমান মালয়েশিয়ায়। এরই মধ্যে সেই মামলায় যাবজ্জীবন সাজা হয় ওই আসামির। দীর্ঘদিন মালয়েশিয়া থেকে ফেরেন দেশে। তবে, যাননি নিজের গ্রামের বাড়ি। গ্রেপ্তার এড়াতে থাকা শুরু করেন গাজীপুরের গাছা এলাকায়। অবশেষে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই আসামিকে।

গ্রেপ্তার হওয়া ৪০ বছর বয়সী লিটন হাওলাদার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দশত্ত্বর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে গাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে টঙ্গীবাড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে।

টঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান ,২০০৮ সালে লিটন তার নিজ গ্রামের এক গৃহিণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে লিটন দেশ ছেড়ে মালয়শিয়ায় পাড়ি জমায়। সেখানে সাত-আট বছর অবস্থান করে দেশে ফেরেন তিনি। তবে, বাড়িতে না ফিরে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এসআই আল মামুন বলেন, এলাকার লোকজন ও তার আত্মীয় স্বজনরা সবসময় বলে বেড়াতো লিটন এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন। পরে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুরের গাছা এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এ বিষয়ে বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গাজীপুর হতে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।’