পাবনায় বিরোধের জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
পাবনা জেনারেল হাসপাতালে নিহত মোস্তাফিজুর রহমান সিয়ামের মরদেহ ঘিরে স্বজনদের ভিড়। ছবি : এনটিভি

পূর্ব বিরোধের জের ধরে পাবনা শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত দশটার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজ পাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমীর দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার কয়েকজন বন্ধুর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘একজন ফোন করে জানাল আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা, কী কারণে ছেলেটাকে মারল কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’
এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আজ রোববার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।’