সংঘাতময় পরিস্থিতির জন্য রাজনীতিকরা দায়ী : লেবার পার্টির চেয়ারম্যান
দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছরেও জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। যেকোনো মূল্যে ক্ষমতায় থাকার ঘৃণ্য প্রতিযোগিতায় মানুষ জিম্মি হয়ে পড়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকট ও সংঘাতময় পরিস্থিতির জন্য রাজনীতিকরা দায়ী।’
রাজধানীর নয়াপল্টনের কালভার্ট রোডের নিজ কার্যালয়ে এক আলোচনা সভায় আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে লেবার পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। দলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সভাটির আয়োজন করে ঢাকা মহানগর লেবার পার্টি।
ইরান বলেন, ‘রাজনীতিকরা ওয়ান-ইলেভেন থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ সমঝোতা ব্যর্থ হলে সংঘাত সংঘর্ষ ও রক্তপাত অনিবার্য হয়ে পড়বে। বর্তমানে রাজনীতি পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। তাই আমলা ও পুজিঁপতিরা শিল্পকারখানা তৈরি না করে রাজনীতিতে বিনিয়োগ করছে।’
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘নীতি নৈতিকতা আজ বিলুপ্ত। দুর্নীতি আজ মূলনীতিতে রূপ নিয়েছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে লেবার পার্টিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করা সময়ের দাবি। খাই খাই রাজনীতি ও লুটেরা নেতৃত্ব পরিহার করতে হবে।’