দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার (২২ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়।
নিহত দুজনই মোটরসাইকেল চালক। তারা হলেন–ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের মো. আবুর ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. রনি (১৮) ও ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, বিকেলে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই মোটরসাইকেলের দুজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।