ঝিনাইদহে হত্যা মামলার চার আসামি তিন দিনের রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের শৈলকুপার রিপন মেম্বার হত্যা মামলায় এজাহারভুক্ত এই চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

ঝিনাইদহের শৈলকুপার রিপন মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২২ অক্টোবর) আদালতে হাজির করে তাঁদের তিন দিনের রিমান্ড নেয় পুলিশ।

গতকাল শনিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। তাঁরা হলেন মিনগ্রামের বদিয়ার বিশ্বাস (৪৮) একই গ্রামের আ. মজিদ শেখ (৬০), জাহিদ  মোল্লা (৩৫), মো. ইউসুফ আলী লস্কর (২৮)।

এ নিয়ে রিপন মেম্বার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তাঁদের মধ্যে রাব্বু নামে এজাহার বহির্ভূত এক ব্যক্তি রয়েছেন।

এ খবর নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার পরিদর্শক রিয়াজুল ইসলাম।

গত ১৫ অক্টোবর দিনগত গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন (৪৩) খুন হন। সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনগ্রামের আবুল কালাম আজাদের ছেলে তিনি। এ সময় আহত হন আরও দুজন। তাঁদের মধ্যে একজনকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক মেম্বার রঞ্জু হোসেন ও বর্তমান মেম্বার রিপনের মধ্যে বিরোধের জেরে ঘটনাটি ঘটে। পরবর্তী সময়ে ঘটনাটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সামনে চলে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

পুলিশ জানায়, এ ঘটনায় ১৬ অক্টোবর নিহত রিপনের ভাই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষক মো. আহসানুল কবির বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই খুনের মামলায় এজাহারে (৩২ নম্বর) আসামি করা হয়েছে পাশের ১০নং বগুড়া ইউনিয়নে কল্লোল হত্যা মামলার বাদী (নিহত কল্লোলের ভাই) মিল্টন খন্দকারকে। ২০২২ সালের জানুয়ারি মাসে নিহত হন কল্লোল। বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের আকবর খন্দকারের ছেলে তিনি।