আহতদের আহাজারিতে ভারি ভৈরব
ঘড়িতে সময় তখন বিকেল ৩টা ৫০ মিনিট। বিকট শব্দ। শুরু মানুষের দৌড় ও ছোটাছুটি। পরক্ষণেই বোঝা গেল লাইনচ্যুত ট্রেনের দুটি বগি। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবে বাজার রেলওয়ে স্টেশনের। দাঁড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। আর তাতেই অনেকের উচ্ছ্বলতা নিমিষেই নিভে যায়। ভারি হয়ে ওঠে চারপাশ।
ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিহত ও আহতদের সংখ্যাও। যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং জেলা ও রেলওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে আহতদের আহাজারি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
ভৈরবের ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে, ফায়ার সার্ভিস বলছে, ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।
এদিকে, ট্রেনটিতে থাকা স্বজনদের খোঁজে ভৈরবে ছুটে আসছেন অনেকে। দিকবিদিক ছোটাছুটি করলেও অনেকে খোঁজ পাচ্ছেন না প্রিয়জনের। তাই তো হাসপাতালগুলোতেও ছুটে যাচ্ছেন তারা।