ফিলিস্তিনিদের নিয়ে সংসদের চলতি অধিবেশনে আলোচনা হবে : স্পিকার

Looks like you've blocked notifications!
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

সংসদের চলতি অধিবেশনে ফিলিস্তিনিদের বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘জাতীয় সংসদে একটি দিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে ফিলিস্তিন নিয়ে আলোচনা হবে।’ জাতীয় সংসদের অধিবেশনে আজ সোমবার (২৩ অক্টোবর) স্পিকার এ তথ্য জানান।

আজ সন্ধ্যায় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি। এ সময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভান্ডারি বলেন, ‘তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।’ প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, ‘আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ, চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে, যেদিন এ বিষয়ে আলোচনা হবে।’

গতকাল রোববার চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদ শোক জানায়।