ভৈরবে রেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
ভৈরবে গতকাল সোমবারের রেল দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান শিকদার বলেন, লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে সদস্য সচিব এবং নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আজিজুল হককে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনকে একটি মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে গেলে ১৬ জন নিহত ও ৭৫জন আহত হয়।
মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করা হয়েছে।