খুলনায় বহুতল ভবনে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
খুলনা মহানগরীর বড় বাজার এলাকার বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। ছবি : এনটিভি

খুলনায় একটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোটেল অ্যাম্বাসেডরে রয়েছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে খুলনা মহানগরীর বড় বাজার এলাকার ওই ভবনে আগুন লাগে।

স্থানীয়রা জানান, হোটেলের নিচতলায় একটি ঘড়ির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে নৈশ্যপ্রহরীরা ফায়ার সার্ভিসকে খবর দেন।  খুলনা, বয়রা, খালিশপুর ও দৌলতপুর থেকে চারটি ইউনিট এসে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে খুলনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘খুব ভোরে হোটেলের নিচতলায় দোকানগুলো বন্ধ থাকায় দমকলকর্মীরা কয়েকটি তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নিভাতে হয়। আগুনের সূত্রপাত ও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।’