সংখ্যালঘুদের বিষয়ে সোচ্চার জাতীয় মানবাধিকার কমিশন : ড. কামাল উদ্দিন

Looks like you've blocked notifications!

নির্বাচনকালীন সময়ে ধর্মীয় সংখ্যালঘুরা যেন সহিংসতার শিকার না হয় সে জন্য জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘পূজার পুরো সময়জুড়ে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে আমরা সরকারের সব গুরুত্বপূর্ণ বিভাগে যোগাযোগ রেখেছি। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে ধর্মীয় সংখ্যালঘুরা যেন সহিংসতার শিকার না হয় সেজন্য আমরা সোচ্চার রয়েছি।

কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। এই সম্প্রতির বন্ধন সুদৃঢ় রাখা আমাদের সকলের কর্তব্য। এ ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। দেশের সংবিধানে জাতি, ধর্ম ও বর্ণ সকলের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।’