প্রতিপক্ষকে ফাঁসাতে যুবকের মাথায় জখম করে হাসপাতালে ভর্তি!

Looks like you've blocked notifications!
ভুক্তভোগী যুবক আকাশ। ছবি : এনটিভি

মাদারীপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিতে গিয়ে আকাশ নামে এক যুবকের মাথায় জখম করে হাসপাতালে ভর্তি করার ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাতে প্রতিপক্ষ মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার হাকিম বেপারীর বিরুদ্ধে মামলা দিতে শান্তিনগর এলাকার চান্দু হাজি ও তার ছেলে অহিদ স্থানীয় আকাশ নামে এক যুবকের মাথায় জখম করে হাসপাতালে ভর্তি করেন। পরে বিষয়টি জানতে পেরে আকাশের মা সামসুন্নাহার বেগম হাকিম বেপারীর বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো চান্দু হাজি ও অহিদসহ কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আকাশ বলেন, ‘আমাকে ভয়-ভীতি দেখিয়ে ক্লাবে নিয়ে যায়। পরে ডাক্তার ডেকে ইনজেকশন দেওয়ার পর আমার মাথায় কেটে সদর হাসপাতালে ভর্তি করে তারা।’

আকাশের মা সামসুন্নাহার বেগম বলেন, ‘যারা মামলা দেওয়ার জন্য আমার ছেলের মাথায় জখম করতে পারে, তারা তো আমার ছেলেকে হত্যা করেও মামলা দিতে পারে। তাই আমি উল্টো ওদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে অহিদ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।’

হাকিম বেপারী বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। আমাকে ফাঁসাতে গিয়ে একটি ছেলের মাথায় জখম করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সত্য উদঘাটিত হলে এখন উল্টো ওদের বিরুদ্ধেই অভিযোগ দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’