পুলিশে ৩৬৫ ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন

Looks like you've blocked notifications!
বাংলাদেশ পুলিশের লোগো

পুলিশ বাহিনীর জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় পদের অতিরিক্ত (সুপারনিউমারারি) ৩৬৫টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যন্ত ৩৬৫টি ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টির অনুমোদন দেয় প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুমোদন পাওয়া পদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে।

পুলিশ বাহিনীতে ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির জন্য গত কিছুদিন ধরে আলোচনা চলে আসছে। সুপারনিউমারারি বা নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত পদোন্নতি হলে কর্মকর্তারা সাধারণত একই পদে (পদোন্নতির পরও সুবিধামতো জায়গায় থাকতে নিচের পদে চাকরির ব্যবস্থা) দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ পদোন্নতি পেলেও তারা আগের পদেই বহাল থেকে দায়িত্ব পালন করবেন।