আগামী নির্বাচন হবে স্মার্ট বাংলাদেশের শক্তি : মোস্তাফা জব্বার

Looks like you've blocked notifications!
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি  আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশের শক্তি। ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি  আয়োজিত আলোচনা সভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, ‘২০২১ সালে প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা আমরা শুরু করেছি।’

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় গত পনের বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে ডাক ও টেলিযোযোগমন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তিশালী দেশ। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের বিস্ময়কর সফলতার এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সংসদ সদস্য এ্যারোমা দত্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি এ সময় বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর।