সিরাজগঞ্জে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে জামতৈল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের খাবার পরিবেশক বিশালের মরদেহ ঘিরে স্থানীয়রা। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল স্টেশনে ও স্টেশনের অদূরে  ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ও দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সুন্দরবন এক্সপ্রেসের খবার পরিবেশক বিশাল (২৮) ও  ফারজানা খাতুন (৪৫)। বিশালের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার বন্নিয়ারচর গ্রামে আর ফারজানা খাতুনের  বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার সাবির ভিটা এলাকায়। তাঁদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটি দুপুর ১২টা ৭ মিনিটের দিকে সিরাজগঞ্জের জামতৈল স্টেশনে যাত্রা বিরতি দিলে বিশাল ট্রেন থেকে নেমে খাবার দোকানের দিকে যান। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টার করলে পা পিছলে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপর দিকে আজ সকালে জামতৈল স্টেশনের অদূরে হালুয়াকান্দি ঈদগাঁ মাঠ এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে ফারজানা নামের ওই নারীর মৃত্যু হন। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক সরকারি কর্মকর্তার বাসায় বেড়াতে এসেছিলেন।