বুড়িগঙ্গায় বন্ধ খেয়া পারাপার, ভোগান্তিতে যাত্রীরা
বিএনপির আগামীকাল শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে কেরানীগঞ্জে ঢাকার প্রবেশেপথে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা যানবাহনে তল্লাশি করছেন। বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের নৌকা চলাচলও সীমিত। এতে সাধারণ যাত্রী ও এলাকাবাসী পড়েছে বিপাকে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে এই চিত্র দেখা গেছে।
আজ সকাল থেকেই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্যান্ডেল সাজিয়ে অবস্থান নিয়েছেন। ঢাকায় প্রবেশপথ বাবুবাজার, কেরানীগঞ্জের কদমতলী, ঢাকা-মাওয়া সড়কের হাসনাবাদ এলাকা, বছিলা সেতু এলাকা, ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা যানবাহন থামিয়ে তল্লাশি করছেন।
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গার নদীতে খেয়া পারাপারের নৌকাগুলোর চলাচল সীমিত করে রাখা হয়েছে। বিকেলের দিকে বেশিরভাগ খেয়া নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাধারণ যাত্রী ও এলাকাবাসী পড়েছে বিপাকে।