বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ দুই শতাধিক কারাগারে
রাজধানীতে বিএনপির মহাসমাবেশের একদিন আগে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আটক দুই শতাধিক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানোদের মধ্যে বিএনপি ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন ও জামায়াতের নেতাকর্মী রয়েছে। নাশকতার অভিযোগে আজ শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচাকররা এই আদেশ দেন।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
ঢাকার আদালতের একাধিক জিআর শাখা থেকে জানা গেছে, ঢাকা মহানগর এলাকার ৩৬টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া ঢাকা জেলার তিন থানা থেকে মোট ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।
জিআর শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজধানীর ওয়ারী থানায় ২২ জন, যাত্রাবাড়ী থানায় ১৭ জন, কাফরুলে ১৫ জন, পল্লবী থানায় ১৯ জন, কদমতলী থানায় ১৮ জন, কাফরুল থানায় ১৫ জন, কামরাঙ্গীরচর ও দারুসসালাম যথাক্রমে ১০ জন করে, সূত্রাপুর, চকবাজার, বাড্ডা, বংশাল, হাজারীবাগ ও শাহ আলী থানায় যথাক্রম ছয় জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া খিলগাঁও থানায় আটজন, আদাবর ও উত্তরখান থানায় যথাক্রমে পাঁচজন করে, নিউমার্কেট, ডেমরা ও লালবাগ থানায় যথাক্রমে চারজন, গেন্ডারিয়া, খিলক্ষেত, রামপুরা, তেজগাঁও, মোহাম্মদপুর, রমনা, মতিঝিলের তিনজন করে কারাগারে পাঠানো হয়েছে। আর শাহবাগ, কোতোয়ালি, শ্যামপুর ও মুগদা থানায় যথাক্রমে দুজন এবং ক্যান্টনমেন্ট, কলাবাগান, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শাহজাহানপুর ও গুলশানের একজন করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া ঢাকা জেলার তিনটি থানা থেকে মোট ২২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর মধ্যে কেরানীগঞ্জ মডেল থানায় নয়জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ছয়জন ও সাভার থানায় সাতজন রয়েছেন।