নারায়ণগঞ্জের মহাসড়কগুলোতে পুলিশের তল্লাশি, যানবাহন সংকটে দুর্ভোগ
বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জের মহাসড়কগুলোতে ঢাকামুখী বিভিন্ন পরিবহণে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ছাড়া পরিবহণ সংকট থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষদের। আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই মহাসড়কের প্রতিটি পয়েন্টে দেখা গেছে এমন চিত্র।
সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, কাঁচপুর, মদনপুর মেঘনা ঘাট, ভুলতা, গাউছিয়া, এশিয়ান হাইওয়ে এবং ঢাকামুখী প্রবেশ পথগুলোতে পুলিশের ব্যাপক তল্লাশি ছিল চোখে পড়ার মত। লোকাল বাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চাকরিজীবীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকার দিকে। যাদের পরিচয় পত্র পাওয়া যায়নি তাদের বাস থেকে নামিয়ে দিতে দেখা গেছে। কর্মজীবী ও চিকিৎসার জন্য বের হওয়া মানুষরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে পরিবহণের জন্য। কিন্তু পরিবহণ সংকট থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বড় দুইটি রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ থেকে মহাসড়কের ঢাকামুখী সাতটি চেক পয়েন্ট বসানো হয়েছে। আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধার সৃষ্টি করা না। কোনো ধ্বংসাত্মক পণ্য নিয়ে সমাবেশের জন্য যাতে কেউ ঢাকায় প্রবেশ করতে না পারে তাই এই তল্লাশি করা হচ্ছে।’