ঢাকামুখী ট্রেনে উপচে পড়া ভিড়

Looks like you've blocked notifications!

বিএনপি-জামায়াতের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শহরেরও বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। তবে আন্তজেলা থেকে আসা বিভিন্ন ট্রেনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর স্ট্রেশনে এ চিত্র দেখা গেছে। সকালে এসব যাত্রীদের বেশিরভাগ বিএনপি ও জামায়াতের কর্মী। ট্রেন থামলেই তাড়াহুড়া করে ট্রেনে উঠে যাচ্ছেন তারা। ট্রেনের বগিতে ঠাঁই না পেয়ে ট্রেনের ছাদে উঠেছেন তারা। এখনো অসংখ্য লোক স্টেশনে অপেক্ষা করছেন। তারা ট্রেনের ছাদে স্লোগান দিতে দিতে যাচ্ছেন।  

অপরদিকে, আজ সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরাণীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে বাস চলাচল দেখা যায়নি। এছাড়া শহরতলীতেও বাসের দেখা কম দেখা গেছে। মানুষজন হেঁটে ও রিকশায় গন্তব্যে পৌঁছছেন। 

সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।’