কাকরাইলে বাস-পিকআপভ্যান ভাঙচুর, আটক এক

Looks like you've blocked notifications!
হামলায় ক্ষতিগ্রস্ত পিকআপভ্যান

রাজধানীর কাকরাইলে মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাস ও হেয়ার রোডে দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কাকরাইলের হেয়ার রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহণের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া কোন দলের লোকজন এই গাড়ি ভাঙচুর করেছে, তা তারা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, মিছিলটি বিএনপির ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসন গণমাধ্যমকে বলেন, রমনা থানা এলাকায় দুটি বাস ভাঙচুর করা হয়েছে। একটি আলিফ পরিবহণের ও অপরটি বৈশাখী পরিবহণের। বাসগুলো সরিয়ে নেওয়ার কাজ করছে পুলিশ। কে বা কারা বাস ভাঙচুর করছে, তা নিশ্চিত করা যায়নি।