আগুন সন্ত্রাস ও বিশৃঙ্খলার দায় কেন্দ্রীয় নেতারা এড়াতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মহাসমাবেশ চলাকালে বিএনপির আগুন সন্ত্রাস ও বিশৃঙ্খলার দায় কেন্দ্রীয় নেতারা এড়াতে পারবে না। যারা সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।’
আজ রোববার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা সেন্টাল কোরনেশন স্কুল ও কলেজ মাঠে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। সে বাংলাদেশি বংশোদ্ভূত, তাঁর ব্যাপারে তদন্ত করা হচ্ছে।’
শান্তি সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতারা।
এর আগে দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে।