আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
লালমনিরহাট সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নিহত জাহাঙ্গীর হোসেন। ছবি : এনটিভি

বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুই দলের সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামে এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার গোকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মহেন্দ্রনগর বাজারের পৃথক স্থানে অবস্থান নিয়ে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করতে থাকে উভয় দলের নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পাশ থেকে আসা মিছিলের মাঝখানে পড়ে আওয়ামী লীগের নেতাকমীরা। এ সময় অন্যরা নিজেদের রক্ষা করতে পারলেও হামলার শিকার হন জাহাঙ্গীর, রাজু ও বাবলু নামের তিন আওয়ামী লীগকর্মী। পরে তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে মারা যান জাহাঙ্গীর।

এদিকে  আদিতমারীতে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওই কার্যালয়ের আসবাবপত্র ও ছবি ভাঙচুর করা হয়।

অপরদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বড়বাড়িতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা।

এর আগে সকালে শহরের মিশনমোড়ে পিকেটিংয়ের চেষ্টা করে বিএনপির কিছু নেতাকর্মী। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পিকেটাররা সেনামৈত্রী  মার্কেট এলাকায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।