সুনামগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জ জেলা বিএনপি তিন দিনের অবরোধ কর্মসূচি সমর্থনে মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। ছবি : এনটিভি

বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।

জেলা বিএনপি পুরাতন বাস-স্টেশনে অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কিছু দূর যেতেই পুলিশ তাতে বাধা দেয়। পরে সড়ক অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। 

এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিল উদ্দিন আহমেদ মিলন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা  বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল প্রমুখ।

বিএনপিনেতারা অভিযোগ করেন, বিএনপি দেশের হারানো গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে কর্মসূচি দিয়েছে—সেই কর্মসূচিকে সফল করতে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

নেতারা বলেন, কোনো বাধা,  মামলা,  হামলা করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সব বাধা উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,  এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ বন্দি নেতাকর্মীদের মুক্ত করে আনা হবে।

বিএনপির মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।