প্রধান বিচারপতির বাড়িতে হামলা বিচারব্যবস্থার প্রতি অসম্মান : মানবাধিকার কমিশন

Looks like you've blocked notifications!

দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর (শনিবার) সহিংসতার একপর্যায়ে প্রধান বিচারপতির সরকারি বাসভবন এবং বিচারপতি ভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। 

আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন। 

বিবৃতিতে কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ মানে বিচারব্যবস্থার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ন্যক্কারজনক। এ ধরনের ঘৃণ্য অপরাধ যারা করেছে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। 

ড. কামাল উদ্দিন বলেন, একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, একে অপরকে বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সমালোচনা করবে এটাই প্রত্যাশিত। তবে সভা-সমাবেশের নামে জনগণের জানমালের ওপর আক্রমণ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা চরম নিন্দনীয়। সহিংসতার একপর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করা হয়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ আক্রমণ সার্বিক বিচার ব্যবস্থার প্রতি হুমকি।