ক্ষমতার জন্য বিএনপি আবার মানুষ হত্যার রাজনীতি করছে : পানিসম্পদ উপমন্ত্রী

Looks like you've blocked notifications!
শরীয়তপুরে কৃষকেদের মধ্যে রাসায়নিক সার, বীজ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। ছবি : এনটিভি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন উন্নয়ন দিয়ে দেশকে উন্নত দেশের পথে নিয়ে যাচ্ছে, তখন বিএনপি উন্নয়ন দেখে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনের নামে আবারও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে।’

আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার কৃষকের মধ্যে রাসায়নিক সার, বীজ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘ক্ষমতার জন্য বিএনপি আন্দোলনের নামে মানুষ ও পুলিশ হত্যা করছে। পুলিশের ওপর, জাজেস কমপ্লেক্সে, হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালিয়েছে।’

পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় বিএনপি অফিসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি ইসরায়েলের এজেন্ট। মার্কিন দূতাবাস ইতোমধ্যে পরিষ্কার করেছে তিনি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নন। মার্কিন দূতাবাস তাকে চেনেই না। বিএনপি জালিয়াতির আশ্রয় নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।’ 

বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে কখনও প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়নি উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগে হামলা চালিয়েছিল। শনিবার বিএনপি-জামায়াত একই কায়দায় রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে।