নাশকতার তথ্য পেলে ৯৯৯-এ জানানোর অনুরোধ পুলিশের

Looks like you've blocked notifications!

দেশের কোথাও কোনো নাশকতার তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানানোর অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আজ সোমবার (২৯ অক্টোবর) বিকেলে তারা বিষয়টি জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার তথ্য থাকলে ৯৯৯-এ কল করুন।

এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ মোট দুজন নিহত হন। পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক মানুষ।

মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৫৪৪ জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।