ভালুকায় বিএনপির ৬০০ নেতাকর্মীর নামে দুই মামলায় গ্রেপ্তার চার

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ভালুকা মডেল থানা। ছবি : এনটিভি

ময়মনসিংহের ভালুকায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনে বিএনপির নেতাকর্মীদের নামে দুটি মামলা করেছে পুলিশ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৬ জনের নাম উল্লেখসহ ৬০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিএনপির দাবি, দুটি মামলাই গায়েবি।

পুলিশের করা ওই দুই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গতকাল ২৯ অক্টোবর রোববার হরতালে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী ও ভরাডোবায় সড়কে আগুন, গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জনমনে আতংক সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, হরতাল চলাকালে মহাসড়কের হবিরবাড়ী ও ভরাডোবায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে দুটি বাস ভাঙচুর, পেট্রলবোমার বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে ভীতির সৃষ্টি করে। এতে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহাম্মেদ জানান, বিএনপির শান্তিপূর্ণ আনন্দোল দমন করার জন্য এসব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মামলা দিয়ে বিএনপির শান্তিপূর্ণ আনন্দোলন বন্ধ করা যাবে না। দুটি মামলায় উপজেলা বিএনপির সিনিয়র সব নেতাকে আসামি করা হয়েছে। যাতে আনন্দোলন নেতৃত্ব শূন্য হয়ে যায়।