অবরোধে আজ চট্টগ্রামে যান চলাচল কম
চট্টগ্রামে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে চলছে। অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রিকশা ও অটোরিকশা ছাড়া অন্যান্য বড় যানবাহন কম চলাচল করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে।
সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাতে নগরীর জিইসি দামপাড়া এলাকায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিয়ের যাত্রী নিয়ে পটিয়া থেকে আসা মিনিবাস থেকে যাত্রী নেমে যাওয়ার পর বাসটিতে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা-কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও কম যাত্রী নিয়ে গন্তব্যে গেছে ট্রেন। আর বিভিন্ন কাউন্টারে গিয়ে গাড়ি না পেয়ে হতাশ যাত্রীরা। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে গাড়ি চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।
শ্যামলী বাস কাউন্টারের ব্যবস্থাপক প্রনব চৌধুরী বলেন, ‘আজ সকাল থেকে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। কলকাতা থেকে ভোরে আমাদের একটি গাড়ি এসেছে। এজন্য কাউন্টার খোলা রেখেছি।’