অবরোধের পাশাপাশি সিলেটে চলছে যুবদলের হরতাল 

Looks like you've blocked notifications!
হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : এনটিভি

অবরোধের পাশাপাশি সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পুলিশের ধাওয়ায় যুবদল নেতা জিলু নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ বুধবার (১ নভেম্বর) সকালের দিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।

এদিন সকালে বিএনপিনেতা কামরুল হাসান শাহীন ও সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে যুবদল নেতা জিলু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

অবরোধ ও হরতালের কারণে সিলেট থেকে দূরপাল্লার বাস চলাচল করছে না। দোকানপাটও বন্ধ রয়েছে। সড়কে যান চলাচল অনেক কম। কিছু সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে। তবে, ব্যক্তিগত যান চলাচল করছে একেবারেই কম।

এদিকে একসঙ্গে অবরোধ ও হরতালের কারণে সিলেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কোনো অপ্রীতিকর ঘটনার সংঘটিত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যদি কোনো পরিবহণ কর্তৃপক্ষ যেকোনো ধরনের মালামাল পরিবহণ করতে পুলিশের সহযোগিতা চান, তাহলে সেটা দেওয়া হবে।’