সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/01/shekh-haasinaa.jpg)
শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডির ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার (৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। আজ আজ বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন।
সৌদি আরব সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।