চিরকুটে ক্ষমা চেয়ে এক যুগ পর চুরির টাকা ফেরত!

Looks like you've blocked notifications!
ফরিদপুরের মধুখালীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চুরি করার ১২ বছর পর চিরকুট লিখে ক্ষমা চেয়ে সেই টাকা ফেরত দিয়েছেন চোর। ছবি : এনটিভি

ফরিদপুরের মধুখালীতে এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চুরি করার ১২ বছর পর চিরকুটে ক্ষমা চেয়ে টাকা ফেরত দিয়েছেন চোর। আজ বুধবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক তিনি দীর্ঘদিন বাজারে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো আজও সকালে তিনি দোকান খুলতে গিয়ে দোকানের সামনে চিরকুট ও একটা খাম দেখতে পান।

খামের মধ্যে তিন হাজার টাকা। চিরকুটে লেখা, আমি প্রায় ১০ বছর আগে আপনার দোকান থেকে ২০০০, ২৫০০, ৩০০০ টাকার কম-বেশি চুরি করেছিলাম। টাকার পরিমাণ আমার সঠিক মনে নেই। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন।

এ বিষয়ে ব্যবসায়ী কাইয়ুম মল্লিক বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলে শাটারের পাশেই দেখি একটা খাম পড়ে আছে। আমি খামটি উঠিয়ে দেখি খামের মধ্যে চিঠির মতো। খুলে দেখি তিন হাজার টাকা। এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি তিনি সুখে থাকুক। আমি তাঁকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন।’

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। আসলে তিনি চোর হলেও তাঁর শুভ বুদ্ধির উদয় হয়েছে। বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্য।’