লালমনিরহাটে বিএনপিনেতা দুলুসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। ফাইল ছবি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে হরতাল চলাকালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম নিহতের ঘটনায় সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় বিএনপির ৮১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

বুধবার (১ নভেম্বর) রাতে মামলাটি করেন সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম খান। নিহত জাহাঙ্গীর আলম সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলায় ৮১ জনের নাম উল্লেখ এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’

গত রোববার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে মহেন্দ্রনগর বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুরুতর আহত হন জাহাঙ্গীর আলমসহ কয়েকজন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান তিনি।