বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল : ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির আর পিছু ফেরার সময় নেই। গ্রেপ্তার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই। বিএনপির প্রতিটি কর্মীই নেতার ভূমিকা পালন করে এ আন্দোলনে সফলতা আনবে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল আছে।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এখনও জোর করছে, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। কিন্তু, সংবিধানের জন্য তো জনগণ নয়, জনগণের জন্যে সংবিধান এবং সেই কারণে আমাদের সংবিধান বারবার লিখিত ও পুনর্লিখিত হয়েছে। প্রয়োজনে আবারও তা হবে।’
মঈন খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছি। দাবি আদায়ে রাজপথে ছিলাম, রাজপথে আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেপ্তার করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার গণদাবিকে কোনরকম তোয়াক্কা না করে সংবিধানের দোহাই দিয়ে আবারও একদলীয় সাজানো নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। আর এর বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ।’
বিএনপিনেতা মঈন খান বলেন, ‘সরকার আমাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে উসকানি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর ফন্দি নিয়েছে। এসব ধাপ্পাবাজি দিয়ে এবার দেশে বিদেশে কাউকে আর বিভ্রান্ত করা যাবে না।’
সরকার পতনের একদফা দাবিতে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা।