মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে ৩৬ টাকা দরে আলু বিক্রি
মুন্সীগঞ্জে দ্বিতীয় দফায় ভ্রাম্যমাণ ট্রাকে করে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুজাফর রিপন।
জেলা প্রশাসক বলেন, আলু ব্যবসায়ীদের সহযোগিতায় এখন থেকে জেলার প্রতি উপজেলায় ৩৬ টাকা কেজি দরে বিক্রি করা হবে। প্রতিদিন অন্তত পাঁচ টন করে ছয় উপজেলায় ৩০ টন আলু খোলা বাজারে ট্রাকে করে বিক্রি করা হবে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর আলুর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ ট্রাকে করে আলু বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এর এক সপ্তাহ পরই সে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আলুর বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর দ্বিতীয় দফায় ভ্রাম্যমাণ ট্রাকে করে এই আলু বিক্রির কার্যক্রম শুরু করা হয়।