শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা : টাইম ম্যাগাজিন

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। এ ছাড়াও প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ম্যাগাজিনটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয় ‘শেখ হাসিনা ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ’।
গত সেপ্টেম্বরে টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। এর ভিত্তিতেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সাময়িকীটি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা, যিনি এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন।