ঢাকার সাবেক মেয়র খোকার ছেলে ইশফাকসহ ছয়জন কারাগারে
ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেনসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও শাহ আলম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে পাঠানো অন্যরা হলেন–ইশফাকের গাড়িচালক জহির হাসান, লিয়াকত আলী, মফিজুল, বাবুল পরামানিক ও আজিম উদ্দিন।
নথি থেকে জানা গেছে,গত ২৯ অক্টোবর ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগ এনে পল্টন থানা পুলিশ মামলা করে।