অভিনেত্রী হিমুর আত্মহত্যায় প্রেমিক কারাগারে

Looks like you've blocked notifications!
সিএমএম আদালত। এনটিভির ফাইল ছবি

অভিনেত্রী হোমায়রা হিমুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ জিয়াউদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা করেন। মামলায় হিমুর প্রেমিক জিয়াউদ্দিন উরফিকে (৩৬) আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, জিয়াউদ্দিন হিমুর বয়ফ্রেন্ড। ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত এবং মাঝে মধ্যে রাতযাপন করতেন। গত ১ নভেম্বর উরফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করেন হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। এরপরে গত ২ নভেম্বর বিকেল ৩টার দিকে জিয়াউদ্দিন বাসায় এসে কলিং বেল দেন। ওই বাসায় থাকা মেকআপম্যান মিহির দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে জিয়াউদ্দিন মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছেন। তখন মিহির তাকে জিজ্ঞাসা করেন, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে গিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। রুমে থাকা দুটি কাচের গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন তিনি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি কৌশলে নিয়ে চলে যান।