ভোলায় পুকুরে ডুবে শিশু ভাইবোনের মৃত্যু

Looks like you've blocked notifications!
পানিতে ডোবার প্রতীকী ছবি

ভোলার ইলিশায় পুকুরে ডুবে শিশু ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামের বুলু আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের মামা জয়নাল আকন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত  ৫ বছরের মোছা. ঝর্ণা ও ২ বছরের মো. সোহেল ওই গ্রামের বুলু আকনের সন্তান।

নিহত শিশুদের মামা জয়নাল আকন জানান, আজ সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তাঁর ভাগ্নি ঝর্ণা ও ভাগ্নে সোহেল হাত-মুখ ধুতে বাড়ির পাশে পুকুরে যায়। এ সময় পা পিছলে তাঁরা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুর থেকে ফিরে আসতে দেরি হওয়ায় তাদের মা পুকুর থেকে ডেকে আনতে যান। তিনি পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন ঝর্ণা ও সোহেলের পায়ে থাকা স্যান্ডেল পুকুরের পানিতে ভাসছে। শিশুদের দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক তিনি পুকুরে নেমে তাদের খোঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের উত্তর কোনায় প্রথমে সোহেলের মরদেহ ভেসে ওঠে এরপর তাঁর কাছেই ঝর্ণার মরদেহটিও ভেসে ওঠে। তাৎক্ষণিক স্বজনরা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে পুনরায় নিজ গ্রামে ফিরে আসে। কারণ তাঁরা নিশ্চিত হন দুই শিশুর কেউ বেঁচে নেই।

এ বিষয় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। তবে তাঁরা খোঁজ নিয়ে দেখবেন।