রাশিয়ায় উচ্চশিক্ষায় বৃত্তির আবেদনে বাড়ল সময়

Looks like you've blocked notifications!
ইউএনবিতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

‘রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ’ নিয়ে ঢাকায় সেমিনার আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রাশিয়ান হাউসে সেমিনারটি অনুষ্ঠিত হবে। নিবন্ধন ছাড়াই যে কেউ সেমিনারে অংশ নিতে পারবে।

অন্যদিকে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ১২৪টি বৃত্তি ঘোষণা করেছে। শুধু অনলাইনে এই বৃত্তির আবেদন করা যাবে।

রাশিয়ান হাউস ইন ঢাকা (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগ থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই আবেদনের নিয়মাবলী জানা যাবে।

অনলাইনে https://education-in-russia.com এই ঠিকানায় আবেদন করা যাবে।

আবেদনের পূর্ব ঘোষিত সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে, আবেদন করার আগে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিট/ট্রান্সক্রিপ্টের মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে প্রার্থীর সম্মতিপত্র ও একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

রাশিয়ান হাউসে আবেদনপত্র জমা দেওয়ার সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।