বাকস্বাধীনতা হরণ করে বাকশালকে পূর্ণরূপ দিয়েছে সরকার : এবি পার্টি
দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই নেতা কর্মীরা বিজয় নগরস্থ কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সড়কে জমায়েত হন। তারা সেখানে অবরোধের সমর্থনে শ্লোগান দেন এবং হামলা, সন্ত্রাস ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নিজেদের সংহতি প্রকাশ করেন।
সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার সর্বাত্মক অবরোধ সফল করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মানুষকে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা সম্ভব নয়। মানুষের অধিকার হরণকারী এই সরকারের ওপর মানুষ অতিষ্ঠ। এই ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষের বাকস্বাধীনতা হরণ করে বাকশালকে পূর্ণরূপ দিয়েছে।’
এই অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে এবি পার্টির সংহতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে ডা. আব্দুল ওহাব মিনার আরও বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবি পার্টি লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। জনগণের এই সংগ্রাম রুদ্ধ করার সামর্থ্য কারোর নেই।’
সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সহকারী সদস্য সচিব ও যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব ও ঢাকা উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।