স্ত্রীর যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগনেতা কারাগারে

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজাপ্রাপ্ত রিগেন তালুকদার। ছবি : এনটিভি

স্ত্রীর করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগনেতা রিগেন তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী তাঁকে কারাগারে পাঠান।

আদালতের পেশকার লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্ত্রীর করা যৌতুক মামলায় রিগেন তালুকদারকে চলতি বছরের ১১ জুলাই এক বছর ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত রিগেন তালুকদার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের মুলিবাড়ি গ্রামে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালের ২৭ মে রিগেন তালুকদারের সঙ্গে বিয়ে হয় এনায়েতপুর থানার ভুইয়ারহাট গ্রামের ঝরনা খাতুনের। বিয়ের সময় চার লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন রিগেন তালুকদার। যৌতুকের জন্য তিন স্ত্রীকে জুলুম অত্যাচার করতেন। এ ঘটনায় ২০২১ সালের ৩১ আগস্ট যৌতুক নিরোধ আইনে মামলা  করেন তার স্ত্রী ঝরনা খাতুন।

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত যুবলীগনেতা রিগেন তালুকদারকে এক বছর ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।