মাদারীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা

Looks like you've blocked notifications!
মাদারীপুর শহরের লেকপাড়ায় স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে দুই দিনব্যাপী তথ্যমেলা। ছবি : এনটিভি

মাদারীপুর শহরের লেকপাড়ায় স্বাধীনতা অঙ্গনে ‘জানব, জানাব দুর্নীতি রুখব’ এই স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী তথ্যমেলা। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে এ তথ্যমেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রচার, প্রসার ও যথাযথ বাস্তবায়ন এবং সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ তথ্যমেলা। মাদারীপুর জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে এ তথ্যমেলা আয়োজন করা হয়।

তথ্যমেলা উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এবং সনাক সদস্য খান মো. শহীদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।

এ তথ্যমেলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর উত্তম চন্দ্র সাধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য শাহাদাত হোসেন লিটন। 

আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি বলেন, তথ্যই শক্তি, তথ্যের অবাধ প্রবাহ ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ দুর্নীতিমুক্ত মানুষ ও সমাজ গঠনের অন্যতম চাবিকাঠি। 

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডা. মুনির আহমদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. অলাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন। 

আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ, বিআরটিএ, পাসপোর্ট ও যুব উন্নয়ন দপ্তরপ্রধানরা উপস্থিত থেকে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা তাঁদের দপ্তর থেকে গুণগত সেবা নিশ্চিতের অঙ্গীকারও করেন।

তথ্যমেলার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলমান থাকবে।

মেলায় সনাকের পক্ষ থেকে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান ও আইন অনুযায়ী তথ্য আবেদন ফারম পূরণ শেখানো হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর তাদের তথ্যসেবা প্রদান করছে। মেলার আয়োজনে আরও রয়েছে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।