ময়মনসিংহে বাস-পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
ময়মনসিংহের শিকারিকান্দায় বাস-পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস রাত সাড়ে ১২টার দিকে শিকারিকান্দায় ওভারটেক করার সময় একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের পিলারে ধাক্কা দেয়। এতে বিলবোর্ডটি ভেঙে পিকআপ ভ্যানের ওপর পড়ে এবং বাসটি রোড ডিভাইডারে আটকে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।’