চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাত জন নিহত

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে গেছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও তিনটি শিশু রয়েছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমা মাঠের সামনে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। 

স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহরে দিকে যাচ্ছিল পদক্ষেপ নামের বাসটি। আর অটোরিকশাটি ফটিকছড়ির দিকে যাচ্ছি। যান দুটি চারিয়া ইজতেমা মাঠের সামনে এলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাত জন মারা যান। আহত হন অটোরিকশা চালকসহ আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার জন্য বাসটিকে দুষছেন স্থানীয়রা। তাদের দেওয়া তথ্যমতে, বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল চালক। এ ছাড়া নতুন করা মহাসড়কটিতে ডিভাইডার ও স্পিড ব্রেকার নেই বলে জানান তারা।

এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে এসে উদ্ধার কাজ চালায় তারা। 

হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। সাতজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারটি চন্দনাইশের রৌশন হাট এলাকা থেকে ফটিকছড়ির আত্মীয় বাড়িতে যাচ্ছিল।’