বিএনপির তিন জ্যেষ্ঠ আইনজীবীর আগাম জামিন
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপিনেতা ও তিন আইনজীবীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্নআদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তিন আইনজীবী হলেন বিএনপিনেতা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরী।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল এনটিভি অনলাইনকে বলেন, মিথ্যা মামলায় শত শত ব্যক্তিকে আসামি করা হয়। তিন আইনজীবী ঘটনার সময় উপস্থিত ছিলেন না। আইনপেশায় এই তিন আইনজীবীর অবদান বিবেচনা করে আদালত তাদের জামিন দিয়েছেন।