জামালপুরে দুই কারাবন্দির মৃত্যু

Looks like you've blocked notifications!
জামালপুর জেলা কারাগার। ফাইল ছবি

জামালপুর জেলা কারাগারের দুই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (৬ অক্টোবর) দিনগত রাতে তাদের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ তথ্য নিশ্চিত করেছেন।

সদ্য মারা যাওয়া দুই বন্দি হলেন—জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা মাদক মামলার আসামি শাহীন ফকির (৪৫)। অপরজন হলেন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের বাসিন্দা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী।

আবু ফাতাহ জানান, শাহীন ফকির গত দুই দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত রাতে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। শাহীন ফকির গত দুই মাস সাত দিন ধরে তিনটি পৃথক মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।

আবু ফাতাহ জানান, ‘ইয়াকুব আলী সোমবার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে হাসপাতালে মারা যান। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ছয় বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। এ ছাড়া মামলা চলাকালে আরও দুই বছর তিনি কারাগারে ছিলেন।

দুই বন্দির মরদেহ ময়নাতদন্ত শেষে আজই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জামালপুর কারাগারের এই কর্মকর্তা।