মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি দাবির আন্দোলন ফের উত্তপ্ত হয়ে উঠেছে। আজ বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফের পুলিশ-গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) কারের ভেতর সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, এপিসি কারের ভিতরে এবং শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা পাঠানো হয়েছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘আহতাবস্থায় পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য প্রবীর (৩০), ফুয়াদ (২৮) ও খোরশেদকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশিকুল (২৭) ও বিপুলকে (২৪) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর, তিনি ডান হাতের আঙ্গুল ও কবজির নিচের অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।’