জীবিত ব্যক্তির নামে মৃত্যু সনদ, ইউপি সচিব কারাগারে

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের সচিব হোসেন মো. সোহরাওয়ার্দী। ছবি : এনটিভি

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদ দেওয়ার অপরাধের মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের সচিব হোসেন মো. সোহরাওয়ার্দীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ইউপি সচিব শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক গোলাম রব্বানী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পেশকার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বাসিন্দা রহম আলীর ছেলে বাবু মিয়া একটি মাদক মামলায় কারাগারে আটক রয়েছেন। গত ৪ অক্টোবর বাবু মিয়ার ছোট ফুপু ডালিয়া খাতুন মারা গেছেন মর্মে তার দাফন কাফনের জন্য মাদক মামলার আসামি বাবুর জামিনের জন্য আদালতে আবেদন করেন। পরে মৃত্যুর সনদটি আদালতের কাছে সন্দেহ হওয়ায় মৃত্যুর সনদটি যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেন আদালত।

পরে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আলীর স্ত্রী ডালিয়া খাতুন জীবিত রয়েছেন। মৃত্যু সনদটি ভুয়া। আদালত তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দী ও মাদক মামলার আসামি বাবুর আত্মীয় (সনদ আবেদনকারী) আমজাদ হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছেন।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান জানান, জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।