রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

Looks like you've blocked notifications!
রাজবাড়ী দায়রা জজ আদালত। ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালীতে একটি হত্যা মামলার নান্নু শাহ নামে এক ব্যক্তিকে  মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় আসামিকে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন।

আসামি নান্নু শাহর বাড়ি কালুখালী উপজেলার আমবাড়িয়া গ্রামে।

অপর এক আদেশে  আসামিকে ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় সাজা একই সময় থেকে কার্যকর হবে।

গত বছর ১২ নভেম্বর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আমবাড়িয়ায় পাওনা টাকা পরিশোধ না করায় মোশারফ হোসেনকে শ্বাসরোধে হত্যার পর সেফটিক ট্যাঙ্কিতে ফেলে দেয়। এর আগে ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে তিনি  চা খাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারপর আর তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন ৯ নভেম্বর কালুখালী থানায় জিডি করা হয়। পরে ১২ নভেম্বর পাশের আমবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম আনামের বাড়ির পেছনের বাগানে থাকা টয়লেটের সেফটিক ট্যাঙ্কি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। পরে জিডির সূত্র ধরে কালুখালী থানায় মামলা করেন মৃত মোশারফ হোসেনের ছেলে।