র‍্যাব-পুলিশের ধাওয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ পণ্ড

Looks like you've blocked notifications!
গাজীপুরে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ পণ্ড। ছবি : এনটিভি

বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করছে পোশাক কারখানার শ্রমিকরা। র‍্যাব ও পুলিশের ধাওয়ায় তা পণ্ড হয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে।

গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এরপর গত ৭ নভেম্বর মঙ্গলবার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার।

নতুন মজুরি কাঠামোয় সন্তুষ্ট না হয়ে আজ সকালে ফের চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে।

পরে পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় আন্দোলনের মুখে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 

অপর দিকে আজ দুপুরে কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টসকর্মীরা বিক্ষোভের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব শ্রমিকদের ধাওয়া এবং লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এসব ঘটনায় কয়েকজন শ্রমিক  আহত হয়েছে বলে দাবি করেছে পোশাকশ্রমিকরা।